Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বড় পাথর
Location
থানছি উপজেলার তিন্দু ইউনিয়নের সাঙ্গু নদীতে রাজা পাথরের অবস্থান। সাঙ্গু নদী দিয়ে রেমাক্রি ইউনিয়নে যাওয়ার মাঝপথে বিশাল আকৃতির বড় বড় পাথরের মিলনক্ষেত্র চোখে পড়বে। এ পাথরের ফাঁক দিয়ে নৌকা নিয়ে পাড়ি দিতে হয়। ওখানে পৌঁছাতে আপনার প্রায় সময় লাগবে
Transportation
ঢাকা – বান্দারবান যাওয়ার ইউনিক, এস আলম, ডলফিন এর বাস আছে ।রাত ১১:৩০ টায় কলাবাগান থেকে ছেড়ে যায়। ভাড়া ৩০০-৩৫০ টাকা। আমি ইউনিক প্রেফার করব। নতুন বাস। তাদের সার্ভিস ও ভালো। ঢাকা থেকে চট্টগ্রাম হয়েও যাওয়া যায়। বদ্দারহাট থেকে বান্দারবানের বাস ছাড়ে। সকাল ৭:৩০ এর মধ্যেই বান্দারবান পৌছে যাবেন। এখান থেকে চান্দের গাড়ী নিয়ে সোজা থানচি। আপনি চান্দের গাড়ী রিসার্ভ করে নিতে পারেন। খরচ পরবে ৩০০০ টাকার মত। আমি প্রেফার করব লোকাল চান্দের গাড়ী। এটায় ভাড়া পড়বে ১০০-১৫০ টাকা করে। মাঝে বলিপাড়ায় কিছুক্ষন যাত্রা বিরতি। সকালে রওনা দিলে দুপুরের মধ্যে থানচি পৌছে যাবেন। থানচি তে ব্রীজ বানাচ্ছে, তাই ঐপাড়ে গাড়ী যায় না। সাংগু হেটে পার হয়ে থানচি বাজারে পৌছাবেন। সবার আগের কাজ BDR কে আপনার ১৪ গুস্টির নাম ধাম দিয়ে তাদের পারমিশন নেয়া। বাজারেই খাওয়া দাওয়া করে নিতে পারেন। খরচ খুব বেশী পরবে না। এখন নৌকা আর মাঝি ঠিক করতে হবে। এখানে আলাদা কোন গাইড নাই। মাঝিরাই গাইডের কাজ করবে। খরচ ডিপেন্ড করবে আপনি কয়দিনের জন্য নৌকা রিসার্ভ করবেন। প্রতিদিনের জন্য প্রায় ৮০০-৯০০টাকা পড়বে। আপনি ২টা প্লান করতে পারেন Plan 1 দিন ১ – বান্দারবান-থানচি থেকে তিন্দু (এখানে রাতে থাকতে পারেন সেখানকার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারের বাসায়, আর যদি আপনার তাবু থাকে তাইলে ত কথাই নাই। খাওয়া দাওয়ার চিন্তা নাই। তারাই রেঁধে দিবে। মুরগীর ঝোল তারা অসাধারন রাঁধে। থাকা খাওয়ার খরচ প্রতিদিন ২০০টাকা করে পরবে, পার হেড ) দিন ২- তিন্দু থেকে রেমাক্রি হয়ে ছোট মওদক- বড় মওদক (রেমাক্রি রাতে থাকতে পারেন উপজাতিদের বাসায়, যদি আপনার তাবু থাকে তাইলে ত কথাই নাই) দিন ৩- ফিরতি পথে থানচি। রাতে থানচি তে রাত্রি যাপন। এখানে সরকারি রেস্ট হাউস আছে। ভালই। পার হেড ৫০টাকা করে নিসিলো দারোয়ান ব্যাটা। দিন ৪- সকাল বেলা তাজিনডং এর পথে যাত্রা। ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। থানচি রেস্ট হাউসেই থাকবেন। দিন ৫- থানচি থেকে বান্দারবান। বিকালে স্বর্ন মন্দির দেখে রাতে ঢাকার উদ্দেশ্য রওনা দিবেন। Plan 2 বগালেক থেকে কিওক্রাডং হয়ে তাজিনডং সামিট করবেন। তার পর উপরের প্লান অনুযায়ী ঠিক ঠাক করে নেবেন। Plan 1 হিসেবে গেলে আনুমানিক খরচ পড়বে প্রায় ৩০০০টাকা। Plan 2 হিসেবে গেলে আনুমানিক খরচ পড়বে প্রায় ৫০০০টাকা। অবশ্য খরচ পুরোটাই ডিপেন্ড করবে আপনার টিমের উপর। টিম মেম্বার যত বেশী হবে মাথা পিছু খরচ ততোই কমে যাবে
Details

বান্দরবানের থানচি ইউনিয়নের মধ্যে পরে তিন্দু, রেমাক্রি। পাথুরে নদীর পাশ ঘেষে গেছে এই জায়গাগুলি। বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি এবং বাংলাদেশের জলসীমায় সমাপ্ত যে দুটি নদী রয়েছে সাঙ্গু তার মধ্যে একটি। এখানে সাঙ্গু নদীর তলদেশে পাথর আর পাথর। যেন পাথরের রাজ্য। ছোট আর মাঝারি পাথরের ওপর শ্যাওলার আধিপত্য। এ নদীরই উজানের দিকে একটি এলাকার নাম তিন্দু। তিন্দু মাতৃতান্ত্রিক মারমা ও মুরংদের আবাসস্থল। এখানে প্রায় ৮০০ থেকে ১ হাজার উপজাতি বসবাস করে। তিন্দু থেকে বড় পাথর ঘণ্টাখানেকের পথ। ভয়ংকর খরস্রোতা বাঁক আর সৃষ্টির রহস্যের বড় পাথর, এখানে প্রতিবছর অনেক লোক মারা যায় তাই এই অঞ্চলের অধিবাসীরা এইসব রাজা পাথরের পুজা করে।