Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রতিবন্ধী ভাতা
প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

প্রতিবন্ধী ব্যক্তি বলতে অসুখে, দুর্ঘটনায়, চিকিত্‍সা ত্রুটি বা জন্মগতভাবে যদি কোন ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্ষতিগ্রস্থ হওয়ার মাধ্যমে কর্মক্ষমতা আংশিক বা সম্পূর্ণভাবে লোপ পায় অথবা তুলনামূলকভাবে কম হয় তা হলে সেই ব্যক্তিকে বুঝায়। বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটি উল্লেখ যোগ্য অংশ প্রতিবন্ধী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা শতকরা ১০ ভাগ। বাংলাদেশের সংবিধানের ১৫,১৭, ২০ এবং ২৯ অনুচ্ছেদে অন্যান্য নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সম-সুযোগ ও অধিকার প্রদান করার কথা বলা হয়েছে। সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে যে, সামাজিক নিরাপত্তার অধিকার অর্থাত্ বেকারত্ব, ব্যাধি বা পঙ্গুজনিত কিংবা বৈধব্য, পিতৃ-মাতৃহীন বা বার্ধক্যজনিত কিংবা অনুরূপ পরিস্থিতিজনিত কারণে অভাবগ্রস্থতার ক্ষেত্রে সরকারী সাহায্য লাভের অধিকার রয়েছে। বাংলাদেশের প্রতিবন্ধী কল্যাণ আইনের তফসিলের 'ঝ' অংশে সামাজিক নিরাপত্তা সম্পর্কিত অধ্যায়ে বেকার, অসহায় ও বৃদ্ধ প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা প্রবর্তনের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অসচ্ছল দুস্থ প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও তাদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে সারা দেশে প্রতিবন্ধী ভাতা কার্যক্রম রাষ্ট্র পরিচালনা করছে।

 

প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলী :
•    বাংলাদেশের নাগরিক হতে হবে;
•    মাথাপিছু বার্ষিক আয় ২৪০০০/- (চব্বিশ হাজার) টাকার উর্ধ্বে নয় এমন প্রতিবন্ধী ব্যক্তিগণ;
•    ভাতা প্রাপককে অবশ্যই দুঃস্থ প্রতিবন্ধী হতে হবে;
•    সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে;
•    ৬ বত্‍সরের উর্দ্ধে সকল ধরনের প্রতিবন্ধী;
•    বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
•    গরীব ও মানসিক প্রতিবন্ধী শিশু ও সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে ভাতা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।

অযোগ্যতা
•    যে প্রতিবন্ধী ব্যক্তি বয়স্কভাতা বা সরকার কর্তৃক প্রদত্ত ভাতা পেয়ে থাকেন;
•    অবসরপ্রাপ্ত কোন প্রতিবন্ধী ব্যক্তি যদি পেনশন পান।

প্রার্থী বাছাইয়ের মানদন্ড :
•    ভাতা প্রাপক-কে অবশ্যই বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইনের সংজ্ঞানুযায়ী প্রতিবন্ধী হতে হবে;

•    ভাতা প্রাপকের আর্থ-সামাজিক অবস্থা বাছাইকালে বিবেচনায় আনতে হবে;
•    ভাতা প্রদানের ক্ষেত্রে বৃদ্ধ/বৃদ্ধা প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করতে হবে;
•    ভূমিহীন ও গৃহহীন প্রতিবন্ধীগণ ভাতা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার লাভ করবে।