থানচি উপজেলার পার্শ্ববর্তী দুর্গম ইউনিয়ন তিন্দু ইউনিয়ন। থানচি সদর হতে তিন্দু ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম পায়ে হাটা ও নৌযান। যেকোন মালামাল থানচি সদর হতে তিন্দু ইউনিয়নে পরিবহনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। দুর্গমতার কারনে থানচি সদর হতে তিন্দু ইউনিয়নে সার পরিবহনে বিবিধ সমস্যা বিধায় সার ডিলার নিতে কেউ আগ্রহ প্রকাশ না করায় বর্তমানে তিন্দু ইউনিয়নে কোন সার ডিলার নাই। কৃষকগণ তাদের চাহিদামত সার থানচি সদর হতে সংগ্রহ করে থাকেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS