ইউনিয়ন পরিষদ সরকারের তৃণমূল পর্যায়ের সর্বশেষ প্রশাসনিক ইউনিট। নির্বাচিত জনপ্রতিনিধিরা ছাড়াও এ প্রশাসনিক ইউনিটে বর্তমানে একজন ইউপি সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ১০ জন গ্রাম পুলিশ রয়েছে। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদটি সৃষ্টি করা হলেও এ পদে এখনো জনবল নিয়োগ প্রদান করা হয়নি। বর্তমানে ইউনিয়ন পরিষদে কাজের পরিধি ব্যাপক। ইউনিয়ন পর্যায়ে ১০ জন গ্রাম পুলিশ রয়েছেন, এর মধ্যে দফাদার ২১০০ টাকা ও চৌকিদার ১৯০০ টাকা বেতন-ভাতা পেয়ে থাকেন। গ্রাম পুলিশরা সপ্তাহে দুই থেকে তিন দিন পালাক্রমে অফিস ডিউটি করেন। তাঁদের দায়িত্ব পালনের বিষয়টি একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনা জরুরি হয়ে পড়েছে। ইউপি সচিবদের এ বিষয়ে প্রশাসনিকভাবে কোনো দায়িত্ব প্রদান করা হয়নি। গ্রাম পুলিশ নিয়োগের কমিটিতে ইউপি সচিবদের সদস্যসচিব হিসেবে অন্তর্ভুক্ত করাসহ সরকারি ও আইনসম্মত দায়িত্ব পালনের আদেশ প্রদানে ইউপি সচিবদের দায়িত্ব প্রদান করা জরুরি।
বর্তমানে গ্রাম পুলিশের দায়িত্ব পালনে সারা দেশের চিত্র ও বাস্তবতা একই রকম। তাই গ্রাম পুলিশের বেতন-ভাতা প্রদানের আগে তাঁরা নিয়মিত অফিস করেছেন- এ মর্মে ইউপি চেয়ারম্যানের ও ইউপি সচিবের প্রতিবেদন গ্রহণ করা জরুরি। তাঁদের প্রতিদিনের হাজিরা নিশ্চিত করতে মনিটরিং করার দায়িত্ব ইউপি সচিবদের প্রদান ও প্রতি মাসের শেষে ইউপি সচিবের স্বাক্ষর ও চেয়ারম্যানের প্রতিস্বাক্ষর নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিব মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS