খানছি উপজেলা অন্তর্গত তিন্দু ইউনিয়নটি দুর্গম পাহাড়ী এলাকায় অবস্থিত, যার মধ্যদিয়ে বয়ে গেছে কালের স্বাক্ষী সাংগু নদী। শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি পর্যায়ক্রমে উন্নতি হচ্ছে।
০১.পরিচিতি
(ক) ইউনিয়নের সীমানাঃ উত্তরেঃ- রেমাক্রী খাল,
দক্ষীনেঃ- সাঙ্গু রিভার্জ ও মায়ানমার,
পূর্বেঃ- মায়নমার সীমানা,
পশ্চিমেঃ- আলীকদম উপজেলা সীমানা।
(খ) স্থাপন কালঃ ১৯৮৩ খ্রিঃ
(গ) জেলা/থানা থেকে যোগাযোগ ব্যবস্থাঃ নৌকা ও পায়ে হাটা।
০২.ইউনিয়ন পরিষদ পরিচিতি
(ক) আয়তনঃ প্রায় ১৭৬ বর্গ কিঃমিঃ।
(খ) লোকসংখ্যাঃ পুরুষ-২,৯০৫ জন,
মহিলা-৩,৪৯৫ জন
মোট-৬,৪০০ জন।
(গ) গ্রামের সংখ্যাঃ ৬৪টি।
(ঘ) মৌজা সংখ্যাঃ ৩টি (৩৬৯নং সিংগাড়া, ৩৭০নং মধু, ৩৭১নং রেমাক্রী)।
(ঙ) হাট/বাজারের সংখ্যাঃ নাই।
(চ) শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাঃ সরকারী ১টি, বেসরকারী (রেজিঃ) ২টি।
(ছ) কলেজ/মাদ্রাসা/নিম্নমাধ্যমিক/ প্রাথমিক বিদ্যালয়/এতিমখানাঃ
১। সরকারি ঃ নাই।
২। বেসরকারীঃ নাই।
(জ) শিক্ষার হারঃ ১৫%।
(ঝ) রাস্তাও সড়কের পরিমাণঃ (কিঃমিঃ)
১) পাকাঃ নাই।
২) এইচ.বি.বিঃ ৫ কিঃমিঃ ।
৩) কাঁচাঃ ৮০ কিঃমিঃ।
(ঞ) নলকূপের সংখ্যাঃ ১) অগভীরঃ নাই।
২) গভীরঃ নাই।
৩) তারা পাম্পঃ নাই।
(ট) জমির পরিমাণ (একর)ঃ ১) এক ফসলিঃ
২) দু’ফসলিঃ
৩) তিন ফসলিঃ
৪) পতিত জমিঃ
(ঠ) ঐতিহাসিক দর্শনীয় স্থাসমূহঃ নাফাখুং, লাংলুক ম্রং, রংরাং ডং।
০৩.প্রশাসন সংক্রান্তঃ
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাম, কার্যকাল ও জীবন বৃত্তান্তঃমালিরাম ত্রিপুরা, কার্যকাল শুরুঃ
২৪/০৮/২০১১, ধর্মঃ খ্রিষ্টান, পেশাঃ ব্যবসায়ী, শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণী, জাতীয়তা বাংলাদেশী।
০৪. ইউনিয়ন পরিষদ ভবন/ঘরের বিবরণঃ
(ক) খতিয়ান ও দাগ নম্বরঃ হোল্ডিং নং- ০২
(খ) অফিস আঙ্গিনায় জমির পরিমাণঃসর্বমোট জায়গার পরিমাণ ৫০ শতক।
(গ) আর কোন জমি বা সম্পত্তি আছে কিনা?ঃনাই ।
(ঘ) ইউপি কার্যালয়ের প্রকৃতি ও কক্ষসংখ্যাঃ নির্মাণাধীন।
(ঙ) নির্মাণ/মেরামতের তারিখঃ ২০১০ -১১ অর্থ সাল হতে অদ্যাবধি নির্মানাধীন।
০৫. বর্তমান পরিষদের বিবরণঃ
(ক) নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য/সদস্যদের সম্পত্তির বিবরণ দাখিলের তারিখঃ নাই।
(খ) শপথ গ্রহনের তারিখঃ ১৭/০৮/২০১১ ।
(গ) প্রথম সভার তারিখঃ ২৪/০৮/২০১১।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস